প্রতিবেদন প্রকাশের পর চট্টগ্রামের সড়ক থেকে সরালো চিকিৎসা বর্জ্য
করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত চট্টগ্রাম জেনারেল হাসপাতাল সড়কে ফেলা চিকিৎসা বর্জ্য সরিয়ে নিয়েছে।
গতকাল মঙ্গলবার দ্য ডেইলি স্টার অনলাইনে ‘চট্টগ্রামের সড়কে করোনা চিকিৎসার বর্জ্য’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর এ পদক্ষেপ নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালে স্বজন নিয়ে অবস্থান করা নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম স্বপন দ্য ডেইলি স্টারকে বলেন, বুধবার সকালে সড়ক থেকে বর্জ্যগুলো সরিয়ে ফেলা হয়।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শফিকুল ইসলাম বলেন, দ্য ডেইলি স্টারে প্রতিবেদনটি দেখার পর তাৎক্ষণিকভাবে এগুলো সরিয়ে নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়। শুধু তাই নয়, এরকম যাতে আর না হয়, বর্জ্যগুলো যাতে যথাযথভাবে ডিসপোজ করা হয় সে বিষয়ে পরিচ্ছন্নতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি বলেন, অন্যান্য হাসপাতালও যাতে এ ব্যবস্থা নেয় সে বিষয়ে তাদের মৌখিকভাবে জানানো হয়েছে।
আরও পড়ুন:
Comments