পঞ্চগড়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার তরুণ কারাগারে
পঞ্চগড়ের আটোয়ারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করে পোস্ট দেওয়ায় গ্রেপ্তার তরুণকে আজ বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে আটোয়ারী থানা পুলিশ।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
ওসি ইজার উদ্দীন বলেন, ‘বেশ কিছুদিন ধরে ওই তরুণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দিয়ে আসছিল। বিষয়টি স্থানীয় লোকজনের পাশাপাশি পুলিশেরও নজরে আসায় গতকাল সন্ধ্যায় তাকে আটক করে থানায় আনা হয়। পরে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ওই তরুণকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ওই তরুণের ব্যবহৃত মুঠোফোনটি জব্দ করা হয়েছে।’
জানা গেছে গতকাল সন্ধ্যায় আটোয়ারী উপজেলা পরিষদ চত্বর থেকে ওই তরুণকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে রাতে আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক তার বিরুদ্ধে আটোয়ারী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তার তরুণের নাম খন্দকার মোস্তাক আহাম্মেদ (২০)। তিনি উপজেলার থানা মসজিদ সংলগ্ন ছোটদাপ এলাকার খন্দকার আবুল কাশেমের ছেলে।
Comments