পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস চালাতে বিশেষ বরাদ্দ চাইবে ইউজিসি
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস পরিচালনার জন্য সরকারের কাছে বিশেষ বরাদ্দ চাইবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
ইউজিসির ভারপ্রাপ্ত সচিব ফেরদৌস জামান আজ বুধবার দ্য ডেইলি স্টারকে এ কথা জানিয়েছেন। কমিশনের পূর্ণাঙ্গ এক ভার্চুয়াল সভার পর তিনি বলেন, ‘আজকের সভায় এই বিশেষ বরাদ্দ চেয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
বরাদ্দ এলে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কোভিড-১৯ মহামারি চলাকালে অনলাইন ক্লাস চালুর জন্য অর্থ প্রদান করা হবে, যোগ করেন তিনি।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার ইউজিসি ও সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মধ্যে ভার্চুয়াল বৈঠকে বিশ্ববিদ্যালয়গুলো অনলাইন ক্লাস চালানোর বিষয়ে তাদের চাহিদা জানাবে।’
ইউজিসির এক সদস্য বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। বিকল্প হিসেবে অনলাইন ক্লাসের ব্যবস্থা এখনও অধিকাংশ বিশ্ববিদ্যালয় করতে পারেনি।’
তিনি জানান, বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা অনলাইন ক্লাস শুরু না করার পেছনে বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছেন—বিশ্ববিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় সুযোগ সুবিধা না থাকা, গ্রামে যাওয়া সব শিক্ষার্থীর ইন্টারনেট সুবিধা না থাকা কথা বলেছেন তারা।
এর আগে, করোনাভাইরাসের বিস্তার রোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয়। ৬ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত রয়েছে। তবে, পরিস্থিতির উন্নতি না হলে সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করেছেন।
এ পরিস্থিতিতে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ইতিমধ্যে সেশন জটে পড়েছে এবং তা বাড়তেই থাকবে বলে শিক্ষাবিদেরা সতর্ক করেছেন।
ইউজিসির সদস্য অধ্যাপক দিল আফরোজা বেগম জানান, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৯ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে গত মে মাসে একটি অনলাইন সমীক্ষায় দেখা যায়, ৮৭ শতাংশ শিক্ষার্থীর স্মার্টফোন আছে, যা অনলাইন ক্লাসের জন্য।
তিনি আরও বলেন, বিশেষ তহবিল থেকে বিশ্ববিদ্যালয়গুলো ইন্টারনেট সংযোগসহ তাদের সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদেরকেও প্রয়োজন হলে সহায়তা করতে পারবে।
Comments