পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমসেরনগর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান (২২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে সীমান্তের ৮৬২ নম্বর মেইন পিলারের কাছে মিজানুর রহমান গুলিবিদ্ধ হন।
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. কালী প্রসাদ সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কয়েকজন ব্যক্তি তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।’
মিজানুর রহমানের বাড়ি উপজেলার বুড়িমারী ইউনিয়নের সীমান্ত এলাকায়। তার বাবার নাম নাসিম উদ্দিন ভুট্টু।
বিজিবি সূত্র জানায়, ‘ভোররাতে উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্ত পথে অবৈধভাবে ভারত থেকে গরু আনতে গিয়েছিলেন মিজানুর রহমানসহ আট থেকে ১০ জন। ভারতের চুয়াংগারখাতা এলাকায় টহলরত বিএসএফ’র গুলিতে মিজানুর আহত হন। তার সহযোগীরা গুলিবিদ্ধ অবস্থায় মিজানুরকে বাংলাদেশ ভূ-খণ্ডে নিয়ে আসেন।’
তথ্যের সত্যতা নিশ্চিত করে ৬১ বিজিবি ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি ক্যাম্পের কমান্ডার সুবেদার সুলতান হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পত্র দেওয়া হয়েছে।’
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মোহন্ত বলেন, ‘আমরা সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছি। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হবে।’
Comments