এখন আমাদের সময়: মোহামেদ সালাহ

সেই ১৯৮৯-৯০ মৌসুমে শেষবার লিগ শিরোপা জিতেছিল লিভারপুল। এরপর কেটে গেছে ৩০ বছর। লিগ শিরোপার স্বাদ পাওয়া হয়নি দলটির। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ফের শিরোপা জয়ের খুব কাছাকাছি দলটি। আর মাত্র ২ পয়েন্ট চাই। তাই সময়টা এখন নিজেদের বলে জানালেন লিভারপুলের অন্যতম সেরা তারকা মোহামেদ সালাহ।
ছবি: এএফপি

সেই ১৯৮৯-৯০ মৌসুমে শেষবার লিগ শিরোপা জিতেছিল লিভারপুল। এরপর কেটে গেছে ৩০ বছর। লিগ শিরোপার স্বাদ পাওয়া হয়নি দলটির। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ফের শিরোপা জয়ের খুব কাছাকাছি এসেছে তারা। আর মাত্র ২ পয়েন্ট চাই। তাই সময়টা এখন নিজেদের বলে জানালেন দলের অন্যতম সেরা তারকা মোহামেদ সালাহ।

আগের রাতে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ে শিরোপার কাছে চলে আসে লিভারপুল। আগামী ৩ জুলাই নিজেদের পরবর্তী ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে তারা। সে ম্যাচ জিতলেই শিরোপা তাদের। তবে আজ রাতেই চেলসির বিপক্ষে মাঠে নামছে সিটিজেনরা। সে ম্যাচে সিটি পা হড়কালে রাতেই উৎসবে মুখর হতে পারবে অলরেডরা।

নিজেদের এমন সুদৃঢ় অবস্থানে দারুণ খুশী সালাহ। স্কাইস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'দুই পয়েন্ট পেলেই লিগ জিতব, এটা দারুণ ব্যাপার। যখন আমি এখানে এসেছি তখন থেকেই বলে আসছি, আমি লিগ জিততে চাই। এ শহর অনেক দিন এত জিততে পারেনি। গত বছর আমাদের সুযোগ ছিল। কিন্তু ম্যানসিটি সত্যিই দারুণ ফুটবল খেলেছে এবং তারা প্রাপ্য ছিল। তবে এখন আমাদের সময় লিগ জিতার।'

১৯৮৯-৯০ মৌসুমে স্যার কেনলি ডালগিসের অধীনে সবশেষ নিজেদের ১৮তম শিরোপা জিতেছিল লিভারপুল। এবার জিতলে ইংলিশ লিগে এটা হবে তাদের ১৯তম শিরোপা। তবে সুযোগ ছিল গত মৌসুমেই। ৯৭ পয়েন্ট পেয়েও সিটির পেছনে অবস্থান করে দলটি। রানার্সআপ হয়েই সন্তুষ্ট হতে হয় তাদের। এবারের মৌসুমে শুরু থেকেই অবিশ্বাস্য খেলে লিগের মাঝ পথেই শিরোপা সুবাস পেয়ে যায় দলটি।

৩১ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে রয়েছে লিভারপুল। এখনও তাদের বাকি রয়েছে আরও ৭টি ম্যাচ। অন্যদিকে, এক ম্যাচ কম খেলা সিটির অর্জন ৬৩ পয়েন্ট। রাতে চেলসির বিপক্ষে মাঠে নামছে তারা।

Comments

The Daily Star  | English

Dhaka requests Yunus-Modi talks during UNGA

India yet to decide on the request; sources say the meeting is unlikely as Yunus's comments in a PTI interview were not well received in New Delhi

28m ago