এবার কাভানিতে চোখ বার্সেলোনার
বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের এ সময়ে ব্যয় কমাতে নতুন খেলোয়াড় কেনার চেয়ে পুরনোদের ধরে রাখার দিকে মনযোগী ইউরোপিয়ান ক্লাবগুলো। কিন্তু একজন ভালো মানের ফরোয়ার্ড কেনার জন্য মৌসুমের শুরু থেকেই হন্যে হয়ে ঘুরছে ফুটবল ক্লাব বার্সেলোনা। এখনও কোনো অগ্রগতি হয়নি। এবার তাদের নজরে পড়েছে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) উরুগুইয়ান ফরোয়ার্ড এদিসন কাভানির উপর। এমন সংবাদই প্রকাশ করেছেন স্প্যানিশ গণমাধ্যম দিয়ারিও স্পোর্ত।
মূলত ইন্টার মিলানের লাউতারো মার্তিনেজকে না পেলে কাভানির পাওয়ার চেষ্টা চালাবে বলে জানিয়েছে স্পোর্ত। তবে আর্জেন্টাইন তরুণকে দলে নেওয়াই তাদের প্রথম পরিকল্পনা। কিন্তু রিলিজ ক্লজের এক পয়সাও ছাড় দিতে রাজি নয় ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। তাই তাকে দলে টানতে ব্যর্থ হলে আর্সেনালের পিয়েরে-অ্যামরিক অবামেয়াং তাদের দ্বিতীয় বিকল্প। অবশ্য তাকে পেতে ইন্টার, জুভেন্টাস হতে শুরু করে বেশ কিছু জায়ান্ট দলই চেষ্টা করে যাচ্ছে। সেক্ষেত্রে নিজেদের বাজেটের মধ্যে তাকে পাওয়াও কঠিন হয়ে যেতে পারে তাদের জন্য। তাই তৃতীয় বিকল্প হিসেবে কাভানির কথা ভাবছে কাতালান ক্লাবটি।
কাভানিকে অবশ্য লাউতারোর বিকল্প হিসেবে ভেবে রেখেছে ইন্টারও। তবে স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়ার ইচ্ছা রয়েছে কাভানির। নিজে সরাসরি না বললেও সতীর্থদের বরাতে এ নিয়ে অনেক সংবাদই চাউর হয়েছে ফুটবল পাড়ায়। যদিও এখন পর্যন্ত চুক্তির কোনো আভাষ মিলেনি কোনো ক্লাব থেকে। আর ফুটবল ক্লাব বার্সেলোনা তাকে নিতে আগ্রহী হলে নিশ্চয় দ্বিতীয়বার ভেবে দেখবেন কাভানি।
চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরচ্ছে কাভানির। শুধু তাই নয়, খেলবেন না চ্যাম্পিয়ন্স লিগেও। আগস্ট পর্যন্ত তার সঙ্গে সাময়িক চুক্তি করতে চেয়েছিল পিএসজি। কিন্তু সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি। তাই তাকে দলে টানলে কোনো খরচ হবে না বার্সার। বিবেচনায় রয়েছে এ বিষয়টিও। এছাড়া তাকে পাওয়া যাবে আগস্টেই।
পিএসজির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা কাভানি। ২০১৩ সালে নাপোলি থেকে পিএসজিতে যোগ দেওয়ার পর এ ৩৩ বছর বয়সী তারকা ক্লাবটির হয়ে খেলেছেন ৩০১টি ম্যাচ। তাতে গোল করেছেন ২০০টি। কিন্তু চলতি মৌসুমের শুরুতে ইনজুরিতে পড়েন। পরে ফিরলেও ধারে আনা মাউরো ইকার্দির কাছে প্রথম একাদশের জায়গা হারান। মাত্র ৮টি ম্যাচে খেলেছেন, তাও বদলী খেলোয়াড় হিসেবে। তাতেই ৪টি গোল করেছেন। এমনকি ২টি গোলে সহায়তাও করেছেন তিনি।
Comments