উত্তরায় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
রাজধানীর উত্তরায় গাছ থেকে পড়ে শামসুল আলম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের ভগ্নিপতি হাসান আলী জানিয়েছেন, আজ সকাল সাড়ে ৮টার দিকে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যান শামসুল। পরে গুরুতর আহত অবস্থায় শামসুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
শামসুল কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে। বর্তমানে রাজধানীর উত্তরার সাত নম্বর সেক্টর এলাকায় স্ত্রী ও সন্তানদের নিয়ে একটি বাসায় ভাড়া থাকতেন। পেশায় তিনি লেগুনাচালক ছিলেন।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি উত্তরা পূর্ব থানাকে জানানো হয়েছে।’
Comments