ইমনের ২ বছরের নিরীক্ষামূলক প্রকল্পে শ্রোতারা মুগ্ধ
ওয়ান ম্যান ব্যান্ড— মানে এক সদস্যের দল। বিশ্বজুড়ে এমন ব্যান্ডের প্রচলন অনেক আগে থেকেই। দুই হাতে গিটার আর কিবোর্ড, মুখে স্যাক্সোফোন, মাইক্রোফোন, মাউথ অর্গান বা কাজু; কাঁধে ড্রামস আর পায়ে ঘুঙুর বেঁধে পরিবেশনা। সেটিই করে দেখিয়েছেন ইমন চৌধুরী।
এমন ব্যান্ড হতে হলে গাওয়ার পাশাপাশি সব ইনস্ট্রুমেন্টস বাজাতে হয় একজনকেই। দেশে এ কাজটা করেছেন চিরকুট ব্যান্ডের এই গিটারিস্ট। তার আয়োজনের প্রশংসা করেছেন শ্রোতারা।
ইমন চৌধুরী দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘এটা আমার জন্য অনেক আনন্দের। প্রায় দুই বছর ধরে এই নিরীক্ষামূলক প্রকল্পটি নিয়ে কাজ করছি। অবশেষে, সেটি আলোর মুখ দেখেছে।’
‘যারা এই কাজটি সফল করার জন্য পাশে ছিলেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। আগে বাদ্যযন্ত্র নিয়ে কাজ করলেও এবারের আয়োজনটি সবচেয়ে পরিশ্রমের ছিল। দীর্ঘদিন অধ্যবসায় করার পরই এটি সম্ভব হয়েছে,’ যোগ করেন তিনি।
ইমনের আয়োজনটির ভিডিও নির্মাণ করেছেন খায়ের খন্দকার।
Comments