ব্রাহ্মণবাড়িয়ায় রিভলবারসহ অবৈধ অস্ত্র বিক্রেতা আটক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা থেকে অবৈধ অস্ত্রসহ মো. আমিন মিয়া (৪৭) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আজ শুক্রবার ভোররাতে ওই উপজেলার আলমনগর গ্রাম থেকে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আমিন মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইলকান্দি এলাকায়। তার বাবার নাম মো. জুরু মিয়া।
রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, ‘আমরা জানতে পারি, আমিন নামে ওই ব্যক্তি দীর্ঘ দিন ধরে অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রি করে আসছেন। তিনি নিজেও লোকজনকে ভয়-ভীতি দেখিয়ে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করেন। তথ্যের সত্যতা যাচাই করে নিশ্চিত হওয়ার পরে র্যাবের একটি দল তাকে ধরতে অভিযান চালায়। আটকের সময় আমিন মিয়াকে তল্লাশি করে একটি বিদেশি রিভলবার পাওয়াগ গেছে। তার বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আশুগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।’
Comments