রাঙ্গামাটিতে পিসিআর ল্যাব, ৬৯ লাখ টাকার চেক হস্তান্তর

অবশেষে রাঙ্গামাটিবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হচ্ছে, এ জেলায় স্থাপিত হচ্ছে করোনার নমুনা পরীক্ষার পিসি আর ল্যাব। দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অর্থায়নে এই ল্যাব স্থাপন করা হবে।
ছবি: এনভীল চাকমা

অবশেষে রাঙ্গামাটিবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হচ্ছে, এ জেলায় স্থাপিত হচ্ছে করোনার নমুনা পরীক্ষার পিসি আর ল্যাব। দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অর্থায়নে এই ল্যাব স্থাপন করা হবে।

আজ শুক্রবার রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসার এ তথ্য জানান।

জানা গেছেন, আজ সকাল ১০টায় করোনা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনা, তত্বাবধান ও পর্যবেক্ষণ সংক্রান্ত সমন্বয় সভায় ৬৯ লক্ষ টাকার চেক সিভিল সার্জনের কাছে হস্তান্তর করেন করোনাকালীন সময়ে রাঙ্গামাটিতে দায়িত্বপ্রাপ্ত সচিব বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী।

এ সময় বেজার নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় বসুন্ধরা গ্রুপের অর্থায়নে রাঙ্গামাটিতে পিসিআর ল্যাব স্থাপন করা হচ্ছে। এখানে পিসিআর ল্যাব স্থাপনের জন্য বসুন্ধরা গ্রুপ ৬৯ লক্ষ টাকার একটি চেক দিয়েছেন। সেটি আজ রাঙ্গামাটির স্বাস্থ্য বিভাগের কাছে প্রদান করা হয়েছে।’

সেখানে আরও উপস্থিত ছিলেন- রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, জেলা পুলিশ সুপার মো. আলমগীর কবির, রাঙামাটি জেলা পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমানসহ জেলার বিভিন্ন কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, আজ ২৬ জুন পর্যন্ত জেলা থেকে ১ হাজার ৯৭৮টি স্যাম্পল পাঠানো হয়েছে। সেখান থেকে ১ হাজার ৬৬৭টি নমুনা পাওয়া গেছে। এ পর্যন্ত জেলায় ২১২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০৩ জন এবং মারা গেছেন ছয় জন।

Comments