সিরাজগঞ্জে আবারও বাড়ছে যমুনার পানি

সিরাজগঞ্জে ফের বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি ১২ দশমিক ৯০ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে।
আজ শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
রফিকুল ইসলাম বলেন, ‘আম্পান পরবর্তী আবহাওয়া পরিবর্তন ও উজান থেকে নেমে আসা স্রোতে এ বছর যমুনা আগে থেকেই উত্তাল। পানি যেভাবে বাড়ছে তাতে আগামী ২-৩ দিনের মধ্যে বিপৎসীমা অতিক্রম করতে পারে। আর পানি বাড়ার ফলে সিরাজগঞ্জের নিম্নাঞ্চল এবং চর এলাকা প্লাবিত হচ্ছে।’
যমুনা নদীর পানি এখন বিপৎসীমার ৪৫ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে যে কোনো সময় বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
Comments