নতুন করে রোহিঙ্গা শরণার্থী আশ্রয় দেবে না মালয়েশিয়া
মহামারির কারণে নতুন করে কোনো রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় না দেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। শুক্রবার, দেশটির প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন এক বিবৃতিতে এ কথা জানান।
রয়টার্স জানায়, করোনা মহামারির কারণে দেশের অর্থনীতিতে মন্দার কথা বিবেচনা করে নতুন করে কোনো শরণার্থীকে আশ্রয় না দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসলেও সম্প্রতি করোনাভাইরাস পরিস্থিতিতে আশ্রয় নিতে আসা রোহিঙ্গাদের কয়েকটি নৌকা সাগরেই ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ ছাড়াও, অবৈধভাবে প্রবেশের সময় প্রায় শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়।
শুক্রবার, অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনসের (আশিয়ান) নেতাদের সঙ্গে এক টেলিকনফারেন্সে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, মহামারির কারণে মালয়েশিয়াকে এখন সম্পদের স্বল্পতা ও অর্থনৈতিক বিপর্যয় মোকাবিলা করতে হচ্ছে।
তিনি বলেন, ‘আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার মতো সক্ষমতা নেই। মালেশিয়ার কাছে রোহিঙ্গাদের আশ্রয়ের প্রত্যাশা করাও অন্যায্য।’
Comments