রোনালদোর নজরকাড়া নৈপুণ্য, জালের দেখা পেলেন দিবালা-হিগুয়াইনও

বড় জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করল মাউরিজিও সারির দল।
juventus
ছবি: এএফপি

দশ জনের লেচেকে প্রথমার্ধে চেপে ধরলেও গোল পায়নি জুভেন্টাস। বিরতির পর তাদেরকে আর থামিয়ে রাখা যায়নি। ক্রিস্তিয়ানো রোনালদো নিজে জালের দেখা পেলেন, পাওলো দিবালা ও গঞ্জালো হিগুয়াইনের গোলেও রাখলেন অবদান। বড় জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করল মাউরিজিও সারির দল।

শুক্রবার রাতে রোনালদোর নজরকাড়া নৈপুণ্যে ইতালিয়ান সিরি আতে লেচের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে আসরটির টানা আটবারের চ্যাম্পিয়নরা। আলিয়াঞ্জ স্টেডিয়ামে স্বাগতিকদের আরেক গোলদাতা মাতাইস ডি লিট।

শক্তিশালী প্রতিপক্ষের মাঠে অবনমন অঞ্চলের দল লেচের শুরুটা ছিল বেশ ভালো। চতুর্থ মিনিটে আন্দ্রেয়া রিস্পোলির শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। ১৬তম মিনিটে ফরোয়ার্ড মার্কো মানকোসু দারুণ একটি সুযোগ নষ্ট করেন। তার শট সহজেই লুফে নেন জুভ গোলরক্ষক ভোইচেখ স্ট্যান্সনি।

নড়বড়ে শুরুর পর ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণের বন্যা বইয়ে দেয় তুরিনের বুড়িরা। গোটা ম্যাচে মোট ২৩টি শট নেয় তারা, যার ১২টি ছিল লক্ষ্যে। ২০তম মিনিটে আদ্রিয়েন র‍্যাবিওর বাঁ পায়ের দূরপাল্লার জোরালো শট দিয়ে শুরু। ঝাঁপিয়ে পড়ে অবশ্য তা ঠেকিয়ে দেন অতিথি গোলরক্ষক গ্যাব্রিয়েল।

৩১তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লেচের ডিফেন্ডার ফাবিও লুসিওনি। নিজেদের অর্ধে বল নিয়ন্ত্রণ করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেছিলেন তিনি। শেষ বাধা হিসেবে তাকে পেরিয়ে গোলমুখের দিকে ছুটেছিলেন রদ্রিগো বেন্তানকুর। পা বাড়িয়ে তাকে ফেলে দিয়ে নিজের ও দলের বিপদ ডেকে আনেন লুসিওনি।

higuain
ছবি: এএফপি

বিরতির আগে দুটি সুবর্ণ সুযোগ পেয়েও এগিয়ে যাওয়া হয়নি জুভদের। ৪১তম মিনিটে দিবালার কর্নার খুঁজে পেয়েছিল ডি-বক্সের ভেতরে ফাঁকায় দাঁড়ানো রোনালদোকে। কিন্তু তার হেড লক্ষ্যভ্রষ্ট হয়। দুই মিনিট পর পর্তুগিজ ফরোয়ার্ডের ক্রসে গোলমুখে বল পেয়েছিলেন ফেদেরিকো বার্নারদেস্কি। পা ছোঁয়ালেই গোল! তবে অবিশ্বাস্যভাবে উড়িয়ে মারেন তিনি।

দ্বিতীয়ার্ধে ভেঙে যায় লেচের বাধার দেয়াল। সেটাও নিজেদের রক্ষণের ভুলে। ৫৩তম মিনিটে ডি-বক্সে বল উপহার পাওয়া রোনালদো পাস দেন দিবালাকে। বাঁ-পায়ের বাঁকানো শটে ডি-বক্সের বাইরে থেকে লক্ষ্যভেদ করেন তিনি। চলতি লিগে আর্জেন্টাইন তারকার এটি নবম গোল।

উজ্জীবিত জুভেন্টাসকে এরপর আর আটকানো যায়নি। আট মিনিট পর সফল স্পট-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। ডি-বক্সে নিজেই ফাউলের শিকার হওয়ার পর চলতি আসরে ২৩তম গোলের দেখা পান তিনি।

৭৭তম মিনিটে স্বদেশি দিবালার বদলি হিসেবে মাঠে নামার ছয় মিনিটের মধ্য গোল করেন হিগুয়াইন। রোনালদোর ব্যাকহিল প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে লাগলে পেয়ে যান তিনি। ডি-বক্সের ভেতর থেকে বাঁ বায়ের শটে গ্যাব্রিয়েলের মাথার উপর দিয়ে বল জালে পাঠান চোট কাটিয়ে ফেরা এই স্ট্রাইকার।

দুই মিনিট পর স্কোরলাইন ৪-০ করেন নেদারল্যান্ডসের ডিফেন্ডার ডি লিট। ডান প্রান্ত থেকে দগলাস কস্তার ক্রসে মাথা ছুঁইয়ে লেচের জাল কাঁপান তিনি।

২৮ ম্যাচে ২২ জয় ও তিন ড্রয়ে জুভেন্টাসের অর্জন ৬৯ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লাৎসিও। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান তিনে ও ৫৪ পয়েন্ট নিয়ে আতালান্তা চারে অবস্থান করছে।

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

4h ago