করোনায় আরেক পুলিশ সদস্যের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরেক পুলিশ সদস্য মারা গেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টায় রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি মারা যান। মৃত দুলাল শিকদার মুন্সীগঞ্জ জেলা পুলিশের একজন উচ্চমান সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আজ শনিবার দ্য ডেইলি স্টারকে বলেন, গত ১৯ জুন দুলাল শিকদারের করোনা শনাক্তের পর থেকে তিনি ওই হাসপাতালে ভর্তি হন। গতকাল রাত ১১টার দিকে তিনি মারা যান।
এ নিয়ে পুলিশের ৩৮ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন।
পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গতকাল পর্যন্ত প্রায় ১০ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে পাঁচ হাজার ৫০০ জনের বেশি সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন।
Comments