করোনায় আক্রান্ত ম্যারাডোনার আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কোচ
১৯৮৬ সালে মেক্সিকোর মাটিতে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বাধীন আর্জেন্টিনাকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ পাইয়ে দেওয়া কোচ কার্লোস বিলার্দো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার তার পরিবারের ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে খবরটি জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
৮২ বছর বয়সী বিলার্দোর কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়ে সূত্রটি বলেছে, ‘তারা পরীক্ষা করেছে এবং ফল পজিটিভ এসেছে। তবে তার শরীরে কোনো উপসর্গ দেখা যায়নি এবং তিনি ভালো আছেন।’
ইতালিতে অনুষ্ঠিত হওয়া ১৯৯০ সালের বিশ্বকাপেও বিলার্দোর অধীনে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে আলবিসেলেস্তেরা ১-০ ব্যবধানে হেরে যায় তৎকালীন পশ্চিম জার্মানির কাছে।
কোচিং করানোর আগে খেলোয়াড় হিসেবেও সফলতার স্বাদ পেয়েছিলেন বিলার্দো। ১৯৬৮ থেকে ১৯৭০ সালের মধ্যে এস্তুদিয়ান্তেসের হয়ে তিনটি কোপা লিবের্তাদোরেস শিরোপা জিতেছিলেন তিনি।
Comments