সাংবাদিক কাজলের জামিন আবেদন খারিজ, ২ দিনের রিমান্ড

ফটোসংবাদিক শফিকুল ইসলাম কাজল। ছবি: সংগৃহীত

ফটোসংবাদিক শফিকুল ইসলাম কাজলকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুই দিনের রিমান্ড দিয়েছেন ভার্চুয়াল আদালত।

আজ রোববার মহানগর হাকিম দেবাশীষ চন্দ্র অধিকারী কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কর্তৃপক্ষের সঙ্গে ভিডিওকনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানি শেষে এই আদেশ দেন।

কাজলের ১০ দিনের রিমান্ড আবেদনের ওপর আজ শুনানি হয়।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ রাসেল মোল্লা আদালতকে বলেন, কাজলের ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধার ও তার সহযোগীদের গ্রেপ্তার করতে রিমান্ড দরকার।

আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিক কাজলের জামিন চেয়ে ও রিমান্ড বাতিল চেয়ে আবেদন করে বলেন, কাজলকে ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করা হচ্ছে।

দুই পক্ষের শুনানি শেষে মহানগর হাকিম দেবাশীষ চন্দ্র অধিকারী সাংবাদিক কাজলের জামিন আবেদন বাতিল ও দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

Comments

The Daily Star  | English

Israel welcomes 'all help' in striking Iran

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

1d ago