অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার পর আইসোলেশনে সিমন্স
একটি অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজনে অংশ নেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ফিল সিমন্স সেলফ আইসোলেশনে আছেন। দলের অনুশীলনে ফিরতে হলে তাকে আবার আরেকটি কোভিড-১৯ পরীক্ষা দিয়ে আসতে হবে।
অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার পর থেকেই হোটেলে নিজ রুমে আলাদা আছেন সিমন্স। আরেকবার কোভিড পরীক্ষায় নেগেটিভ এলে বৃহস্পতিবার থেকে ফের তিনি কাজে যোগ দেবেন।
তবে কোচ অন্ত্যেষ্টিক্রিয়ায় থাকলেও ক্যারিবিয়ান পেসার আলজেরি জোসেফ জানিয়েছেন, এতে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতিতে তাদের কোন ব্যত্যয় হবে না।
শনিবার ব্রিটিশ গণমাধ্যমে এই পেসার বলেন, ‘আমরা আমাদের কাজ করছি, প্রস্তুতি চালিয়ে যাচ্ছি। আমাদের বেশ বড় একটা কোচিং স্টাফ আছে। সবাই মিলে সামলে নেব, এতে কোন সমস্যা হবে না।’
সিমন্স না থাকায় সহকারী কোচ রডি ইস্টউইক ও রায়ন গ্রিফিথ সোমবার থেকে শুরু হতে যাওয়া দলের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ দেখভাল করবেন।
৮ জুলাই থেকে সাউদাম্পটনে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে ক্যারিবিয়ান পেস আক্রমণ বেশ শক্তিশালী। জেসন হোল্ডার, কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েলের সঙ্গে থাকবেন আলজেরি জোসেফ। ২৩ বছর বয়েসী এই পেসার জানান বাকি তিনজনের সঙ্গে সহযোগির ভূমিকা নিয়েই কাজ করবেন তিনি, ‘অবশ্য বাকি তিনজন অনেক অভিজ্ঞ। দলের একমাত্র দুর্বল জায়গা আমি। আমার কাজ হবে বাকি তিনজনকে সহায়তা দিয়ে চাপ বজায় রাখা।’
Comments