বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ৩২ জনের মরদেহ উদ্ধার
পুরান ঢাকার শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গায় আজ সোমবার সকালে শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির পর অন্তত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দমকল বাহিনীর সদরদপ্তরের ডিউটি অফিসার শাহাদৎ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়ে বলেন, ‘মৃতদের মধ্যে ২২ জন পুরুষ, সাত জন নারী ও তিন শিশু রয়েছে।’
এর আগে তিনি জানিয়েছিলেন, ‘ময়ূর-২’ লঞ্চের ধাক্কায় মুন্সীগঞ্জ থেকে ঢাকার সদরঘাটগামী ‘মর্নিং বার্ড’ লঞ্চটি ডুবে যায়। কয়েকজন যাত্রী সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছেন। দমকল বাহিনী অন্যদের উদ্ধারে কাজ করছে।
দমকল বহিনীর সঙ্গে উদ্ধার কাজে কোস্ট গার্ড ও পুলিশ অংশ নিয়েছে বলেও জানান তিনি।
ডুবে যাওয়া লঞ্চ থেকে উদ্ধার হওয়া যাত্রী মাসুদ মোল্লা টেলিফোনে ডেইলি স্টারকে বলেন, ‘দুই তলা লঞ্চটি শতাধিক যাত্রী নিয়ে সদরঘাটে আসছিল। হঠাৎ করে অপর একটি লঞ্চের ধাক্কায় এটি ডুবে যাওয়ার সময় আমরা কয়েকজন লঞ্চের দ্বিতীয় তলায় কাঁচ ভেঙে নদীতে ঝাঁপ দিই। তারপর সাঁতরিয়ে ঢাকার ফরাশগঞ্জে ঘাটে উঠি।’
সকালে দমকল বাহিনীর সদরদপ্তরের ডিউটি অফিসার রোজিনা ইসলাম ডেইলি স্টারকে বলেছিলেন, ‘সকাল ৯টা ২০ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে শ্যামবাজারের কাছে একটি লঞ্চের ধাক্কায় আরেকটি লঞ্চ ডুবে গেছে।’
আরও পড়ুন:
Comments