সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল উত্থাপন

bangladesh-parliament.jpg
স্টার ফাইল ছবি

জাতীয় সংসদে আজ সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল-২০২০ উত্থাপন করা হয়েছে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দেশে উচ্চ শিক্ষা সম্প্রসারণ ও উচ্চতর গবেষণাসহ উচ্চ শিক্ষার ক্ষেত্রে আনুষঙ্গিক অন্যান্য সুবিধার বিধানের প্রস্তাব করে এ বিল উত্থাপন করেন।

বিলে কিশোরগঞ্জ জেলায় এ বিশ্ববিদ্যালয় স্থাপনসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সব বিধানের প্রস্তাব করা হয়।

পরীক্ষা-নিরীক্ষা করে ১ মাসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।

এ ছাড়া, আজ সংসদে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার বিল-২০২০ এর ওপর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয়েছে।

কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু এ রিপোর্ট উপস্থাপন করেন। রিপোর্টে বিলটি সংশোধিত আকারে পাসের সুপারিশ করা হয়।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago