ছাঁটাই হতে পারেন সেতিয়েন, সম্ভাব্য কোচ জাভি
করোনাভাইরাসের কারণে অনাকাঙ্ক্ষিত বিরতি কাটিয়ে ফিরে শুরুটা দারুণ করেছিল বার্সেলোনা। কিন্তু দুই ম্যাচে যেতেই বাস্তবতা টের পায় দলটি। দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট হারিয়ে শীর্ষস্থান হারায় তারা। এমনকি শঙ্কা জেগেছে লিগ শিরোপা হাতছাড়া করার। আর এ সকল কারণে জানুয়ারিতে দায়িত্ব দেওয়া কোচ কিকে সেতিয়েনকে মৌসুম শেষেই ছাঁটাই করা হতে পারে বলে সংবাদ প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। নতুন কোচ হিসেবে এগিয়ে আছেন ক্লাবের সাবেক খেলোয়াড় জাভি হার্নান্দেজ।
চলতি মৌসুমের মাঝামাঝি সময়ে হুট করেই আরনেস্তো ভালভার্দেকে বরখাস্ত করেছিল বার্সেলোনা। মূলত অ্যাওয়ে ম্যাচে দলটির বাজে পারফরম্যান্সের কারণেই ছাঁটাই হতে হয় তাকে। এরপর দায়িত্বের আসেন সেতিয়েন। কিন্তু নতুন কোচের অধীনেও দুর্দশা কমেনি দলটির। চ্যাম্পিয়ন্স লিগে সংগ্রাম করলেও লিগে বরাবরই ভালো অবস্থানে ছিল তারা। উল্টো এখন লিগেও সংগ্রাম করতে হচ্ছে তাদের। সবমিলিয়ে ছয় মাসেই ন্যু ক্যাম্পের শেষ দেখছেন আড়াই বছরের চুক্তিতে আসা সেতিয়েন।
সবশেষ ম্যাচে সেলতা ভিগোর কাছে পয়েন্ট হারানোই কাল হতে পারে রিয়াল বেটিসের এ সাবেক কোচের। সে ম্যাচে তার পরিকল্পনা নিয়ে অসন্তুষ্ট ক্লাবের প্রায় সব খেলোয়াড়ই। বিশেষ করে ছন্দ ফিরে পাওয়া লুইস সুয়ারেজকে তুলে দেওয়াটা স্বাভাবিকভাবে নিতে পারেননি অনেকেই। সুয়ারেজ তো রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। সংবাদ সম্মেলনে হারের কারণ জানতে চাইলে কোচকে দেখিয়ে দিয়েছেন তিনি। অধিনায়ক লিওনেল মেসি ও জেরার্দ পিকেও কোচের পরিকল্পনায় ড্রেসিং রুমে অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে।
এছাড়া বার্সেলোনা বোর্ডে কর্তারাও সেতিয়েনের উপর থেকে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন বলে সংবাদে এসেছে। ভালভার্দেকে বিদায় করার পর যে তার কাছে যে প্রত্যাশা ছিল তাদের তা পূরণ হয়নি। আর ভালভার্দের বিদায়ের পর সেতিয়েন তাদের প্রথম পছন্দও ছিলেন না। রোনাল্ড কোম্যান এবং জাভি হার্নান্দেজকে পেতে চেয়েছিল তারা। দুই জনই মৌসুমের মাঝে দায়িত্ব নিতে চাননি বলেই সেতিয়েনকে আনা।
সংবাদ অনুযায়ী, নতুন মৌসুমে ক্লাবের সাবেক তারকা ও কাতারের ক্লাব আল সাদের কোচ জাভি হার্নান্দেজকে আনতে চাইছে তারা। এছাড়া বর্তমান বার্সেলোনা বি দলের কোচ জাভি গার্সিয়াও আছেন তালিকায়। তবে জাভি হার্নান্দেজ রাজি হলে তাকেই দায়িত্ব দেওয়া হতে পারে। ভিন্ন আরেকটি সংবাদে জানানো হয়েছে, বার্সেলোনার দায়িত্ব নিতে রাজি আছেন জাভি। মৌসুমের শুরু থেকে দায়িত্ব দিলে কোনো সমস্যা নেই তার।
তবে শেষ পর্যন্ত লা লিগায় নাটকীয় কিছু হলে কিংবা চ্যাম্পিয়ন্স লিগে দারুণ কিছু করলেই চাকুরী বাঁচতে পারে সেতিয়েনের।
Comments