চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য লুৎফর

স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় ও সংগঠক লুৎফর রহমান না ফেরার দেশে পারি দিয়েছেন। দীর্ঘদিন বার্ধক্য জনিত অসুস্থতার পর সোমবার (২৯ জুন) সকালে যশোর লোন অফিস পাড়ায় নিজ বাসভবনে মারা যান তিনি।

স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় ও সংগঠক লুৎফর রহমান না ফেরার দেশে পারি দিয়েছেন। দীর্ঘদিন বার্ধক্য জনিত অসুস্থতার পর সোমবার (২৯ জুন) সকালে যশোর লোন অফিস পাড়ায় নিজ বাসভবনে মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। দুই সন্তান এ স্ত্রী রেখে গেছেন তিনি। তার জানাজা নামাজ সম্মিলনী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় যশোরের তালবাড়িয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে এ মুক্তিযোদ্ধাকে। 

'আমার বাবা অনেক দিন থেকে বিছানায় পড়ে গিয়েছিলেন। দেড় বছর আগে ব্রেইন স্ট্রোক হওয়ার পর থেকেই। যদিও সপ্তাহ খানেক আগে আরও ভাল ছিলেন তবে তার অবস্থা গত কয়েক দিনে খারাপ হয়ে গিয়েছিল। গত পাঁচ দিনে কেবল দুধ ও পানির উপরই জীবনযাপন করেছিলেন। অবশেষে আজ সকালে সে আমাদের ছেড়ে চলে গেছে।' - মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন তার ছেলে তানভির রহমান।

এর আগে তার চিকিৎসার জন্য সাহায্যে এগিয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ লাখ টাকা দান করেছিলেন তাকে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে ভারতের মাটিতে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে স্বাধীন বাংলা দল। সেই দলে সদস্য ছিলেন লুৎফর। পাশাপাশি হকি দলেরও নিয়মিত খেলোয়াড় ছিলেন তিনি।

Comments