অধ্যাপক ডা. গোপাল শংকর করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন
কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে মারা যাওয়া সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. গোপাল শংকর দে করোনাভাইরাস আক্রান্ত ছিলেন।
ডা. গোপালের মৃত্যুর পর নমুনা সংগ্রহ করে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা করা হয়। আজ রিপোর্টে দেখা যায় যে তিনি কোভিড-১৯ পজিটিভ ছিলেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এই খবর জানিয়েছেন।
অধ্যাপক ডা. গোপাল শংকর দে গত শনিবার রাত ৮টার দিকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ২১ জুন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। বাড়িতে অসুস্থ থাকা অবস্থাতেই তিনি একবার পরীক্ষা করিয়েছিলেন যাতে কোভিড-১৯ নেগেটিভ এসেছিল।
কিন্তু সব উপসর্গ কোভিড-১৯ এর সঙ্গে মিলে যাওয়ায় চিকিৎসকরা ২২ জুন আবার তার নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেন এবং ২৩ জুন নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়। রিপোর্ট আসার আগেই তিনি মৃত্যুবরণ করেন।
তবে হাসপাতালে ডা. গোপালের অবস্থার অবনতি হওয়ায় তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক গত শুক্রবার তাকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছিল।
আরও পড়ুন:
করোনা উপসর্গে ওসমানী মেডিকেলের সাইকিয়াট্রির অধ্যাপক ডা. গোপাল শংকরের মৃত্যু
Comments