এমভি ময়ূর-২ এর মালিককে প্রধান আসামি করে মামলা
রাজধানীর শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গায় গতকাল মনিং বার্ড-২ লঞ্চ ডুবিতে ৩২ জনের প্রাণহানির ঘটনায় এমভি ময়ূর-২ এর মালিক মোসাদ্দেক হানিফ ছোয়াদকে (৩৩) প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ।
মামলায় এমভি ময়ূর-২ এর কর্মচারী মো. আবুল বাশার মোল্লা (৬৫), মো. জাকির হোসেন (৫৪), ইঞ্জিনচালক ড্রাইভার শিপন হালদার (৪৫), ড্রাইভার শাকিল হোসেন (২৮), সুকানি নাসির মৃধা (৪০) ও মো. হৃদয়সহ অজ্ঞাতনামা এমভি ময়ূর-২ এর আরও অনেক কর্মচারীকে আসামি করা হয়েছে।
সদরঘাট নৌ থানার এসআই শামসুল আলম দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গতরাতে এই মামলা দায়ের করেন।
আসামিরা শত্রুতা করে পূর্ব পরিকল্পনামাফিক এই প্রাণহানী ঘটিয়েছে কিনা তা নিবিড় তদন্তের প্রয়োজন আছে বলেও তিনি মামলায় উল্লেখ করেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জামান আজ মঙ্গলবার সকালে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
গতকাল সকালে এমভি ময়ূর-২ এর ধাক্কায় যাত্রীবাহী মনিং বার্ড-২ লঞ্চ ডুবে গেলে অন্তত ৩২ জনের মৃত্যু হয়।
Comments