৭ গ্রামের দুঃখ ২ কিলোমিটার সড়ক
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ঠাকুরের মাল্লি গ্রামে থেকে নুরানী বাজারে আসার একটি মাত্র পথ। মকড়া ঢঢোগাছ, কিসামত ঢঢোগাছ, দেব-দেবীর বাজার, র্যাপের বাজার, ঢঢোগাছ ও বাজেমজুরাই গ্রামের মানুষকেও একই পথ ব্যবহার করে নুরানী বাজারে আসতে হয়।
পৌর এলাকার কোল ঘেঁষা হলেও রাস্তাটি পাকা করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। একটু বৃষ্টিতেই দুই কিলোমিটার রাস্তায় কোথাও কোথাও হাঁটু কাদা হয়ে যায়।
ঠাকুরের মাল্লি গ্রামের বাসিন্দা হেলাল হোসেন কবির বলেন, রাস্তা দেখে মনে হবে যেন কেউ ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হয়েছে। রাস্তাটি পাকা করার উদ্যোগ না নেওয়ায় গ্রামবাসী ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানায়।
ওই গ্রামের বাসিন্দা গোকুল রায় বলেন, রাস্তা খারাপ হওয়ায় আমাদের গ্রামে কারো আত্মীয়-স্বজন বেড়াতে আসে না।
নির্মল চন্দ্র রায় বলেন, দিনের বেলায় রাস্তা পার হতে গেলেও আছাড় খেতে হয়। রাতে চলা আরও কঠিন। কেউ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া খুব কঠিন হয়ে যায়।
এ প্রসঙ্গে লালমনিরহাট সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী শাহ ওবায়দুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কাঁচা সড়কটি পাকা করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে।
Comments