করোনায় আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা বেড়ে ১০,৭৬৪
দেশে করোনাভাইরাস আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা বেড়ে ১০ হাজার ৭৬৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য দুই হাজার ২৮৪ জন।
আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
বর্তমানে পুলিশের ১১ হাজার ৩৯৫ জন সদস্য কোয়ারেন্টিন এবং চার হাজার ৪৯৮ জন আইসোলেশনে আছেন।
ইতোমধ্যে করোনায় পুলিশের ৪২ জন সদস্যের মৃত্যু হয়েছে। সুস্থ্য হয়ে উঠেছেন ছয় হাজার ৪৩৮ জন। তাদের অনেকেই কাজে যোগ দিয়েছেন।
Comments