লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে ব্লাস্ট

বুড়িগঙ্গায় লঞ্চ দুর্ঘটনায় মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ দাবি জানানো হয়।

বুড়িগঙ্গায় লঞ্চ দুর্ঘটনায় মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ দাবি জানানো হয়।

পত্রিকায় প্রকাশিত সংবাদের বরাত দিয়ে ব্লাস্ট জানায়, গতকাল ২৯ জুন সকাল ১০টার দিকে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় ঢাকা-মুন্সিগঞ্জ রুটের মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। লঞ্চডুবির ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নৌযান মালিক, পরিচালনাকারী ও তদারককারী কর্তৃপক্ষ 'ইনল্যান্ড শিপিং অর্ডিন্যান্স ১৯৭৬' আইন লঙ্ঘন করে উল্লেখ করে ব্লাস্ট জানায়, সার্ভে সনদ ছাড়া নৌযাত্রা, রুট পারমিট, সময়সূচী, ভাড়ার তালিকা ও মুদ্রিত টিকিট ছাড়া চলাচল, নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকা, বীমা অথবা নৌ-দুর্ঘটনা ট্রাস্ট ফান্ড না থাকায় বিপদাপন্ন অবস্থায় আমাদের দেশে নৌ চলাচল করতে দেখা যায়।

লঞ্চ দুর্ঘটনার বিষয়ে গত ২০০৮ সালে ব্লাস্ট জনস্বার্থে একটি মামলা করেছে উল্লেখ করে সংস্থাটি জানায়, আপিল বিভাগে মামলার শুনানি বাকি আছে।

নিয়মানুযায়ী নৌযান পরিচালনা করতে ব্লাস্ট ভ্রাম্যমাণ আদালতের তদারকি, পরিদর্শকের গাফিলতি ও দুর্নীতির জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়াসহ দায়ী সবার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ব্লাস্ট।

Comments

The Daily Star  | English

Inflation eases to 10.49% in August  

Inflation declined to 10.49 percent in August from 11.66 percent in July, according to data released today by the Bangladesh Bureau of Statistics

54m ago