মহাসড়কের পাশে কোরবানির পশুরহাট বসানো যাবে না
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘মহাসড়কের ওপরে কিংবা পাশে বসানো যাবে না। কোরবানির পশুরহাট করোনা সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে। তাই যত্রতত্র পশুরহাটের অনুমতি দেওয়া যাবে না। প্রয়োজনে হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে।’
আজ বুধবার সকালে জাতীয় সংসদ ভবন এলাকায় নিজ বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
করোনা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘অসহায়, গরিব ও খেটে খাওয়া মানুষের করোনার লক্ষণ দেখা দিলে ফি দিয়ে পরীক্ষা করানোর সামর্থ্য নেই। এতে তারা পরীক্ষার বাইরে থেকে যাবে এবং সংক্রমণ দ্রুতগতিতে ছড়িয়ে পড়বে।’
এ সময় খেটে খাওয়া অসহায় মানুষের সামর্থ্য বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত দেওয়া জন্য সংশ্লিষ্টদের প্রতি তিনি অনুরোধ জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘সংক্রমণের উচ্চ ঝুঁকি বিবেচনায় সরকার আরও কিছু এলাকায় লকডাউনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সাময়িক এ বিচ্ছিন্নতা দীর্ঘ মেয়াদে প্রিয়জনদের সান্নিধ্য নিশ্চিত করার জন্যই।’
বন্যা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী নিবিড়ভাবে বন্যা পরিস্থিতি মনিটর করছেন।’
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
Comments