চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে পুলিশ কনস্টেবল জাহেদের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক কনস্টেবল আফম জাহেদ (৪২) মারা গেছেন। তিনি সিএমপির ট্রাফিক উত্তর ডিভিশনে কর্মরত ছিলেন। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক কনস্টেবল আফম জাহেদ। ছাব: সংগৃহীত

করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক কনস্টেবল আফম জাহেদ (৪২) মারা গেছেন। তিনি সিএমপির ট্রাফিক উত্তর ডিভিশনে কর্মরত ছিলেন। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘কনস্টেবল জাহেদ গত ২৩ জুন থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। ২৫ জুন করোনা পরীক্ষার জন্য তার নমুনা নেওয়া হলেও, এখনো রিপোর্ট পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘তার শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল রাতে দামপাড়া পুলিশ লাইন্স বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। পরে রাতেই তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।’

সিএমপি সূত্র জানায়, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সিএমপির চার সদস্য মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫০ জনের বেশি এবং তাদের মধ্যে সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন ১৫৮ জন পুলিশ সদস্য।

Comments