ঢাকা মেডিকেলে দুটি হাই ফ্লো নাসাল ক্যানোলা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ব্যক্তিগত উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুটি হাই ফ্লো নাসাল অক্সিজেন ক্যানোলা দিয়েছেন। করোনা রোগীসহ মুমূর্ষু রোগীর অক্সিজেন সরবরাহ করতে এ মেশিন ব্যবহার করা হয়।
আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অস্ট্রেলিয়া থেকে আমাদানিকৃত এ চিকিৎসাসামগ্রী আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষে তার ছোটভাই মো. সাইফুল আলম এ চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন। এ সময় সেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পি এস মো. গোলাম মাওলাও উপস্থিত ছিলেন।
শিগগির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুটি হাই ফ্লো নাসাল ক্যানোলা মেশিন দেবেন।
এর আগে তিনি করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসায় পুলিশ হাসপাতালে তিনটি ভেন্টিলেটর দিয়েছিলেন।
Comments