হাকিমিকে 'বিক্রির কারণ' ব্যাখ্যা করলেন জিদান
বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে দারুণ একটি মৌসুম কাটিয়েছেন রিয়াল মাদ্রিদ থেকে ধারে আনা মরক্কোর ফুটবলার আশরাফ হাকিমি। তবে অনেকেই ধারণা করেছিল চলতি মৌসুমে হয়তো তাকে ফিরিয়ে আনবে রিয়াল। কিন্তু সাম্প্রতিক সময়ে চড়া গুঞ্জন ইন্টার মিলানে তাকে বিক্রি করে দিচ্ছে লস ব্লাঙ্কোসরা। আর এটা যে শুধুই গুঞ্জন নয়, তার ইঙ্গিতও দিলেন রিয়াল কোচ জিনেদিন জিদান। শেষ পর্যন্ত হাকিমিকে বিক্রি করলে তা কেন করবেন ক্লাবটি, তার কারণও ব্যাখ্যা করেছেন তিনি।
রিয়াল মারিদের জার্সি গায়ে ৯ ম্যাচ খেলা হাকিমি ২০১৮ সালে দুই বছরের জন্য ধারে ডর্টমুন্ডে যোগ দেন। বুন্ডেস লিগায় মাঠে নামার প্রথম ম্যাচেই গোল পান এ তরুণ। তবে চলতি মৌসুমটা কাটিয়েছেন স্বপ্নের মতো। চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেও অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে একটি এসিস্ট করেন। আর এ মৌসুমে স্লাভিয়া প্রাগের বিপক্ষে তো জোড়া গোল করেছেন।
কিন্তু এমন দারুণ ছন্দে থাকা খেলোয়াড়কে রিয়াল বিক্রি করে দিচ্ছে বলেই সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান তাকে কিনতে যাচ্ছে। দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম লা গাজেত্তা দেল্লো স্পোর্তস তো জানিয়েছে এরমধ্যেই ৪৫ মিলিয়ন ইউরোতে চুক্তিও সম্পন্ন হয়ে গেছে। বাৎসরিক ৫ মিলিয়ন ইউরো বেতনে পাঁচ বছরের চুক্তি করেছেন তিনি। আর এ ট্রান্সফারের কথা জানানোর জন্য উদগ্রীব হয়ে রয়েছে ইন্টার।
মূলত বর্তমান সময়ে প্রেক্ষাপটেই হাকিমিকে বিক্রি করতে পারে ক্লাবটি জানিয়ে কোচ জিদান বলেন, 'হাকিমি আমাদের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যে কোনো কিছু হতে পারে। তার দারুণ একটি মৌসুম গিয়েছে। কিন্তু এ ক্লাবে দুটি দিক দেখতে হয়, একটি আর্থিক অন্যটি খেলাধুলার। তাই এখন তাকে নিয়ে কথা বলার সময় নয়। কিছু জিনিস শিগগিরই হবে, আমি খেলাধুলা বিষয়ক জিনিসের কথা বলছি। আমি আশরাফের ব্যাপারে আগ্রহী তবে এই সিদ্ধান্ত ক্লাবকেই নিতে হবে। ক্লাবে খেলোয়াড় এবং কোচও সম্পৃক্ত থাকে। '
জানা গেছে, বরুসিয়ার সঙ্গে ধারের মেয়াদ শেষ হওয়ার পর হাকিমিকে তিনটি বিকল্প দেওয়া হয়। বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেড। ইন্টারকেই বেছে নিয়েছেন তিনি। রিয়ালে বর্তমানে রাইট ব্যাক হিসেবে ক্লাবের প্রথম পছন্দ দানি কার্ভাহাল।
Comments