কক্সবাজারে আরও একটি ডলফিনের মৃত্যু
কক্সবাজারের শৈবাল পয়েন্টে আরও একটি মৃত ডলফিন ভেসে এসেছে। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১৬টি ডলফিনের মৃত্যু হলো। গতকাল বুধবার সন্ধ্যায় মৃত ডলফিনটি ভেসে আসে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডলফিনটির গায়ে আঘাতের চিহ্ন ছিল।
পরিবেশবাদী সংগঠন সেভ দ্য নেচার অব বাংলাদেশের চেয়ারম্যান আ.ন.ম মোয়াজ্জেম হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকলেও কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে জেলেরা মাছ শিকারে নামছেন। তাদের জালে আটকা পড়ে মারাত্মক আহত হয়ে ডলফিনটির মৃত্যু হয়েছে তা স্পষ্ট।’
তিনি আরও বলেন, ‘চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে পহেলা জুলাই পর্যন্ত মোট ১৬টি ডলফিন মারা গেলেও মাত্র তিনটির ময়নাতদন্ত হয়েছে। সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সরকারি কোনো প্রতিষ্ঠানই আন্তরিক নয়।’
Comments