‘আইসোলেশনে’ থাকা খুলনা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেপ্তার

খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু হোসেন বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে খুলনার রূপসা উপজেলার আেইজগাতি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
arrest logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু হোসেন বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে খুলনার রূপসা উপজেলার আইজগাতি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, আবু হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টিনে ছিলেন। তবে পুলিশের দাবি, কোভিড নেগেটিভ হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বলেন, পুরাতন নাশকতার তিনটি পেন্ডিং মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তার দাবি, আবু হোসেন বাবু করোনা পজিটিভ ছিলেন, নেগেটিভ হবার পরই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, করোনা আছে কিনা সেটি দেখার বিষয় না, সেটি আদালত বুঝবে। পেন্ডিং মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, আবু হোসেন কয়রায় ত্রাণ দিতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হন। কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হওয়ার‍ পর নিজের বাসাতেই থেকে চিকিৎসা নিচ্ছিলেন। দ্বিতীয় দফা করোনা টেস্টের রিপোর্ট আসার আগেই পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। আমরা তার মুক্তি চাই।

Comments

The Daily Star  | English
Donald Lu to visit Dhaka

US delegation’s visit: Dhaka, Washington to have ‘multi-dimensional’ talk

US Assistant Secretary Donald Lu, who is now visiting New Delhi, will travel to Bangladesh as part of the delegation

14m ago