সিরাজগঞ্জে পানিবন্দী প্রায় ২৫ হাজার পরিবার

ছবি: আহমেদ হুমায়ূন কবীর তপু

সিরাজগঞ্জে যমুনার পানি এখনও ধীরগতিতে বাড়ছে। ফলে, এ অঞ্চলের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে এ জেলার পাঁচ উপজেলার প্রায় ২৫ হাজার পরিবার।

আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘যমুনা নদীতে গত ২৪ ঘণ্টায় পানি বাড়ার গতি একটু কমলেও তা বন্ধ হয়নি। যমুনার হার্ড পয়েন্টে পানি এখনও বিপদসীমার ৪২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অব্যাহতভাবে পানি বাড়ায় বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা আছে।’

‘পানির চাপে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের শুভগাছা গ্রামের বাঁধের একটি অংশ ভেঙে প্রায় অর্ধ শতাধিক বাড়ি পানিতে ডুবে আছে। বাঁধ ভেঙে যাওয়ায় অনেকেই আতঙ্কে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছেন।’

সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রাহিম বলেন, ‘জেলার পাঁচটি উপজেলার ৩১টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ২৫ হাজার পরিবারের প্রায় সোয়ালাখ মানুষ। বন্যার কারণে তারা মানবেতর জীবনযাপন করছে।’

সিরাজগাঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিতদের জন্য ইতোমধ্যে ১২৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।

বন্যা কবলিত এলাকার ২২টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

Comments

The Daily Star  | English

Mango Moment: A sweet deal for Bangladesh

Bangladesh's delicious mangoes: untapped economic potential, requiring a national strategy

14h ago