সংগঠন সংবাদ

চট্টগ্রামে করোনার চিকিৎসায় বিজিএমই’র ফিল্ড হাসপাতাল

চট্টগ্রামের তৈরি পোশাক শ্রমিক ও ইপিজেড এলাকার সাধারণ মানুষের চিকিৎসার জন্য বিজিএমইএ কোভিড-১৯ ফিল্ড হাসপতাল চালু হয়েছে। আজ বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫০ বেডের হাসপাতালটি উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি।
ছবি: স্টার

চট্টগ্রামের তৈরি পোশাক শ্রমিক ও ইপিজেড এলাকার সাধারণ মানুষের চিকিৎসার জন্য বিজিএমইএ কোভিড-১৯ ফিল্ড হাসপতাল চালু হয়েছে। আজ বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫০ বেডের হাসপাতালটি উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘করোনা মহামারি নিয়ন্ত্রণে বিজিএমইএ’র এই উদ্যোগ সরকারের সহায়ক হিসেবে কাজ করবে। এ হাসপাতালের মাধ্যমে পোশাক শ্রমিক ও ইপিজেড এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন। চট্টগ্রামে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব হবে।’

তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনা সংক্রমণের হার কম। সরকারের কঠোর পদক্ষেপের কারণে গত এক মাসে অনেকটা নিয়ন্ত্রণে আছে।’

বিজিএমইএ’র সভাপতি রুবানা হক বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে বিজেএমইএ এ উদ্যোগ নিয়েছে। পর্যায়ক্রমে হাসপাতালের সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য কারখানার মালিকদেরও এগিয়ে আসতে হবে।’

সভাপতির বক্তব্যে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম বলেন, ‘চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। এ সংক্রমণ প্রতিরোধ করার জন্য বিজিএমই হাসপাতালকে বিশেষায়িত কোভিড-১৯ ফিল্ড হাসাপাতালে রূপান্তর করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘করোনা নির্ণয়ের জন্য এ হাসপাতালে একটি পিসিআর মেশিন স্থাপনসহ আরও কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে।’

Comments