ইংল্যান্ডের জার্সিতেও থাকছে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’
বর্ণবাদ বিরোধী অবস্থান জানান দিতে নিজেদের জার্সির কলারে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ স্লোগান খোদাই করে নামার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। এবার তাদের সঙ্গে প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ডও যোগ দিচ্ছে। বেন স্টোকসদের জার্সিতেও থাকছে বর্ণবাদ বিরোধী বার্তা।
ইংলিশ প্রিমিয়ার লিগের দল ওয়াটফোর্ডের অধিনায়ক ট্রয় ডেনির পার্টনার আলিশা হোসনাহ ক্যারিবিয়ানদের জন্য বর্ণবাদ বিরোধী স্লোগানের লোগোর নকশা করে দেন। তার সঙ্গে পরে যোগাযোগ করে ইসিবিও। জার্সির কলারে এমন স্লোগান রাখার ব্যাপারটা অনুমোদন দিয়েছে আইসিসিও।
ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন বর্ণবাদ ও বিদ্বেষমূলক মানসিকতার বিরুদ্ধে নিজেদের অবস্থান জানাতে তাদের এই উদ্যোগের পেছনে কোন রাজনৈতিক সংগঠন নেই, ‘রাজনৈতিক চিন্তা থেকে অনেক আন্দোলন হচ্ছে, আমরা তা নিয়ে সতর্ক আছি। আমাদের খেলোয়াড়রা এসব কোন রাজনৈতিক আন্দোলনের সমর্থনে নেই।’
‘এই সময়টা হচ্ছে একতাবদ্ধতার। আমরা গর্বিত যে খেলোয়াড়রা ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের সঙ্গে মিলে লোগটা জার্সিতে যুক্ত করছে। এটা হচ্ছে সবাই মিলে এক হওয়ার একটা বার্তা।’
করোনাভাইরাসের ধাক্কা সামলে মাঠে গড়ানো ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের শেষ পর্যন্ত খেলোয়াড়দের জার্সির সামনে থাকবে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লোগো।
ইংল্যান্ডের নিয়মিত টেস্ট অধিনায়ক জো রুটও এই স্লোগানের পক্ষে নিজের বার্তা দিয়েছেন, ‘প্রত্যেকের জন্য সমান সুযোগ ও সমান অধিকার থাকতে হবে।’
৮ জুলাই থেকে সাউদাম্পটনে দর্শকশূন্য মাঠে জৈব সুরক্ষিত পরিবেশে শুরু হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ। সন্তানের জন্ম উপলক্ষে প্রথম টেস্টে থাকছেন না রুট। তার বদলে স্বাগতিকদের নেতৃত্ব দেবেন বেন স্টোকস।
Comments