এমপি পাপুলের সঙ্গে সম্পর্কিত ২ কুয়েতি কারাগারে

মানব ও অর্থপাচার, ভিসা ব্যবসা এবং ঘুষ দেওয়ার অভিযোগে অভিযুক্ত বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের সঙ্গে সম্পর্কিত মামলায় দুই কুয়েতিকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন দেশটির সরকারি কৌঁসুলি।
আজ শুক্রবার কুয়েতের আরব টাইমস সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, কুয়েতের জনশক্তি বিভাগের এক কর্মকর্তা ও জাতীয় গণপরিষদের এক সাবেক প্রার্থীকে ২১ দিনের জন্যে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত সপ্তাহে এই মামলার তদন্ত কাজ চালিয়ে যাওয়ার জন্যে এমপি শহিদের আটকাদেশ আরও ২১ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেন সরকারি কৌঁসুলি।
ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরও জানায় এই মামলায় উচ্চ পর্যায়ের আরও কয়েকজনের নাম আসতে পারে।
আরও পড়ুন:
আমি নিষ্পাপ… কিন্তু কুয়েতের কর্মকর্তারা নন: এমপি পাপুল
এমপি শহিদকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত কুয়েতের আদালতের
মানব পাচারের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের এমপি কুয়েতে গ্রেপ্তার
এমপি শহিদের বিরুদ্ধে কুয়েতে মামলা: অভিযুক্ত নারীর জামিন
এমপি শহিদের জালিয়াতির জবানবন্দি দিয়ে নিঃস্ব হয়ে দেশে ফিরলেন ১১ শ্রমিক
Comments