কক্সবাজারে চোরাই গাছ উদ্ধারে গিয়ে বনকর্মী গুলিবিদ্ধ
কক্সবাজারের মহেশখালী উপজেলায় চোরাই গাছ উদ্ধার করতে গিয়ে বনকর্মী মো. মমতাজ মিয়া (২৪) চোরাকারবারিদের গুলিতে আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত দুইটার দিকে উপজেলার শাপলাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আজ শুক্রবার মহেশখালী বন রেঞ্জ কর্মকর্তা সুলতানুল আলম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শাপলাপুর বিটের মৌলভীকাটা এলাকায় চুরি করা পাহাড়ি সেগুন গাছ উদ্ধার করতে যায় একদল বনকর্মী। তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা বনকর্মীদের উপর গুলি চালায় ও পালিয়ে যায়। চোরাকারবারিদের গুলিতে মহেশখালী বন রেঞ্জের শাপলাপুর বিটের বোটম্যান মমতাজ মিয়া আহত হন এবং তাকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।’
পরে রেঞ্জ কর্মকর্তা সুলতানুল আলম চৌধুরীর নেতৃত্বে বনকর্মীরা ওই জায়গায় পুনরায় অভিযান চালিয়ে ১৩টি সেগুন গাছের টুকরো উদ্ধার করে।
চুরি হওয়া বাকি গাছগুলো উদ্ধারেও অভিযান চলছে বলে জানান রেঞ্জ কর্মকর্তা।
তিনি জানান, চোরাকারবারিদের কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা করা হয়েছে।
Comments