এডওয়ার্ড ফিলিপের পদত্যাগ, ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী জ্যঁ কাসটেক্স
প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ।
বিবিসি জানিয়েছে, আজ শুক্রবার তিন বছর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ সরকারের নেতৃত্ব দেওয়ার পর প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ পদত্যাগপত্র জমা দেন।
নতুন প্রধানমন্ত্রী হিসেবে মধ্য-ডানপন্থী মেয়র জ্যঁ কাসটেক্সের নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।
ইমানুয়েল ম্যাখোঁর চেয়ে ফিলিপ বেশি জনপ্রিয় হিসেবে বিবেচিত হলেও সম্প্রতি ফ্রান্সের পৌর নির্বাচনের ফলাফলে ক্ষমতাসীনদের ভরাডুবি দেখা দেয়।
আজ প্রকাশিত এক সাক্ষাতকারে প্রেসিডেন্ট ম্যাখোঁ একটি ‘নতুন পথ’ তৈরির প্রতিশ্রুতি দেন।
বিবিসি জানায়, শুক্রবার ভোরেই রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন ফিলিপ। পদত্যাগের বিষয়ে তারা একমত হন।
ফ্রান্সে একজন প্রেসিডেন্ট পাঁচ বছর ক্ষমতায় থাকাকালে প্রধানমন্ত্রী পরিবর্তন করার রীতি আছে। প্রধানমন্ত্রীকে অব্যাহতি দিয়ে নতুন কাউকে দায়িত্বে বসানো ফ্রান্সে ‘কুইনকুইননাট’ নামে পরিচিত।
আজ প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রাসাদ এক বিবৃতিতে জানায়, এডওয়ার্ড ফিলিপ ‘আজ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির হাতে সরকারের পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাষ্ট্রপতি এটি গ্রহণ করেছেন।’
বিবৃতিতে নতুন সরকার নিযুক্ত না হওয়া পর্যন্ত তিনি পদে থাকবেন বলে জানানো হয়েছে।
নতুন প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাবিত ৫৫ বছর বয়সী জ্যঁ কাসটেক্স ফ্রান্সে তেমন পরিচিত নন। তিনি একজন প্রবীণ বেসামরিক কর্মকর্তা ছিলেন। করোনাভাইরাস মহামারি নিয়ে সরকারের প্রতিক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি।
Comments