মদ্যপ বিএসএফ সদস্য চলে এসেছিলেন বাংলাদেশে

44_BSF.jpg
ছবি: সংগৃহীত

মাতাল অবস্থায় বাংলাদেশে চলে আসা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গতকাল শুক্রবার সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে ৪৪ বিএসএফ ব্যাটালিয়নের ওই সদস্যকে হস্তান্তর করা হয়।

বিএসএফ সদস্য চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে বাংলাদেশে চলে এসেছিলেন। ৫৯ রহনপুর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গতকাল দুপুর পৌনে ১২টার দিকে চাঁনশিকারী সীমান্তের ১৯৮/১ সীমান্ত পিলার থেকে ৫০ গজ অভ্যন্তরে বাংলাদেশ ভূ-খণ্ডে এক বিএসএফ সদস্যকে অপ্রকৃতিস্থ ও মাতাল অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তার কাছে অস্ত্র ছিল। স্থানীয় বাসিন্দারা তাকে চাঁনশিকারী ক্যাম্পে হস্তান্তর করেন।

সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিজিবি ওই বিএসএফ সদস্যকে ৪৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্টের কাছে হস্তান্তর করে।

Comments