লক্ষ্মীপুরে ব্যক্তি মালিকানাধীন গুদামে সরকারি চাল-গমের মজুদ সন্দেহে সিলগালা

লক্ষ্মীপুর সদর উপজেলায় সরকারি চাল মজুদ রাখার সন্দেহে ব্যক্তি মালিকানাধীন একটি কাঁচামালের গুদাম সিলগালা করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত ১২টার দিকে জেলা শহরের ধানহাটা এলাকায় নিজাম স্টোরের আড়তটি সিলগালা করে সদর উপজেলা প্রশাসন। অভিযানের খবর পেয়ে আড়তের মালিক পালিয়েছেন।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন প্রক্রিয়া চলছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ, সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাইমুল কবির টিটু, লক্ষ্মীপুর বণিক সমিতির সহ-সভাপতি আব্দুল আজিজ প্রমুখ।

উপজেলা প্রশাসন সূত্রে জানায়, ব্যবসায়ী নিজামের পেঁয়াজ-আলুর আড়তে সরকারি চাল মজুদ আছে বলে গোপন সূত্রে খবর পাওয়া যায়। এর প্রেক্ষিতে ওই আড়তে অভিযান চালানো হয়। কিন্তু এর আগেই গুদাম বন্ধ করে নিজাম পালিয়ে যান। এজন্য আড়টিতে তল্লাশি করা সম্ভব হয়নি। তবে সরকারি চাল-গম মজুত রয়েছে সন্দেহে আড়তটি সিলগালা করা হয়েছে।

ইউএনও শফিকুর রিদোয়ান আরমান শাকিল বলেন, ‘মালিক পালিয়ে যাওয়ায় আড়তে তল্লাশি করা যায়নি। তবে সন্দেহজনক হওয়ায় আড়তটি সিলগালা করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গত বৃহস্পতিবার বিকেলে থেকে রাত পর্যন্ত জেলার কমলনগর উপজেলার হাজিরহাটে তিন ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি ১২৫ দশমিক ৩০ মেট্রিক টন চাল-গম জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনটি গুদাম সিলগালা করেছে প্রশাসন এবং একজনকে আটক করা হয়।

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Muhammad Yunus yesterday instructed all relevant authorities to complete preparations by December for the upcoming national election.

29m ago