দুর্ব্যবহারের অভিযোগ: আশুগঞ্জ থানার ওসির অপসারণ চাইলেন ৭ ইউপি চেয়ারম্যান

ওসিকে অপসারণের দাবি জানিয়ে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাউদ্দিন সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ছবি: স্টার

জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদের অপসারণ দাবি করেছেন সেখানকার সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাউদ্দিন লিখিত বক্তব্যে বলেন, জাবেদ মাহমুদ ওসি হিসেবে যোগদানের পর জনপ্রতিনিধিসসহ সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে আসছেন। তার দুর্ব্যবহারের শিকার হয়েছেন তালশহর ইউপি চেয়ারম্যান আবু শ্যামা, তারুয়া ইউপি চেয়ারম্যান ইদ্রিস হাসান, চরচারতলা ইউপি চেয়ারম্যান জিয়াউদ্দিন খন্দকার।

তিনি বলেন, আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সির ব্যাপারে সম্প্রতি সংবাদ প্রকাশের পর ওসি গভীর রাতে স্থানীয় এক সাংবাদিকের বাসায় ঢুকে দুর্ব্যবহার শুরু করে। ওই সাংবাদিক আমার ইউনিয়নের বাসিন্দা হওয়ায় তিনি বিষয়টি জানানোর পর আমি সেখানে পৌঁছে ওসিকে সংযত হওয়ার অনুরোধ করি। এতে ক্ষিপ্ত হয়ে তিনি আমাকে অকথ্য ভাষায় গালাগাল করেন। এমনকি আমাকে হুমকি দিয়ে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয় লোকজনের বাধার কারণে তিনি তা করতে পারেননি। একজন জনপ্রতিনিধি হিসেবে আমার সঙ্গে এমন দুর্ব্যবহার অনাকাঙ্ক্ষিত। জনস্বার্থে এই ওসিকে অপসারণ করা জরুরি।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন সরকারি কাজে বাধা দিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আনিসুর রহামান বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English

No clear roadmap for investment

The budget for FY26 has drawn strong criticism from business leaders who say it lacks a clear roadmap for improving the investment climate, bolstering industrial competitiveness, and implementing overdue reforms in the banking sector.

15h ago