গত ৬ মাসে ১০৬ নৌ দুর্ঘটনায় ১৫৩ জনের প্রাণহানি

বুড়িগঙ্গা। স্টার ফাইল ছবি

গত ছয় মাসে নৌপথে যাত্রী ও পণ্যবাহী মিলিয়ে মোট ১০৬টি ছোট-বড় নৌ দুর্ঘটনায় ১৫৩ জন নিহত ও ৮৪ জন আহত হয়েছেন। এ সময় নিখোঁজ হয়েছেন কমপক্ষে আরও ২২ জন।

বেসরকারি সংগঠন গ্রিন ক্লাব অব বাংলাদেশ (জিসিবি) এবং নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির যৌথ জরিপে এ তথ্য উঠে এসেছে।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।

এই জরিপে ২৪টি জাতীয় ও ১০টি আঞ্চলিক দৈনিক এবং ৯টি অনলাইন নিউজপোর্টাল ও সংবাদ সংস্থার প্রতিবেদন থেকে এসব তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সারা দেশের বিভিন্ন নৌপথে এসব দুর্ঘটনা ঘটে।

জরিপ অনুযায়ী, গত বছরের তুলনায় এবার দুর্ঘটনা ও প্রাণহানির বেশি। গত বছর বড় ধরনের লঞ্চ দুর্ঘটনা না ঘটলে এ বছর বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে ব্যাপক প্রাণহানি ঘটেছে।

জরিপ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত জুন মাসে সবচেয়ে বেশি ২৬টি দুর্ঘটনায় ৫৯ জন নিহত হয়েছেন। যার মধ্যে আছে বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনা। গত ২৯ জুন সকালে বড় লঞ্চ এমভি ময়ূর-২ এর ধাক্কায় যাত্রীবোঝাই ছোট লঞ্চ এমএল মর্নিং বার্ড ডুবে গেলে ব্যাপক প্রাণহানি ঘটে। ওই ঘটনায় এ পর্যন্ত ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Iran strikes back at Israel with missiles over Jerusalem, Tel Aviv

Iran's Supreme Leader accuses Israel of initiating war, vows painful revenge

3h ago