বিএসএমএমইউয়ের ৩৭০ শয্যার করোনা সেন্টারে রোগী ভর্তি শুরু

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৩৭০ শয্যার করোনা সেন্টারে রোগী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আজ সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোভিড-১৯ পজিটিভ ১৮ জন রোগী এসেছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ছয় জন রোগী ভর্তি হয়েছেন।
বিএসএমএমইউয়ের করোনা সেন্টারে প্রতিদিন তিন শিফটে ৬০ জন চিকিৎসক, ১০০ জন নার্স এবং সংশ্লিষ্ট প্যারামেডিক, ওয়ার্ড বয়, এমএলএসএসসহ মোট ২৬০ জন স্বাস্থ্যকর্মী এই চিকিৎসা দলে দায়িত্ব পালন করবেন। এখানে ২৪ ঘণ্টাই চিকিৎসাসেবা ও রোগী ভর্তি কার্যক্রম চালু থাকবে।
শনিবার সকালে কেবিন ব্লকে করোনা সেন্টার চালুর কার্যক্রম পরিদর্শন করেন বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
৩৭০ শয্যার মধ্যে ‘কেবিন ব্লকে’ শয্যার সংখ্যা ২৫০টি এবং ‘বেতার ভবনে’ শয্যার সংখ্যা ১২০টি। ‘কেবিন ব্লকে’ এর মধ্যে ইমার্জেন্সি রোগীদের জন্য রয়েছে ২৪টি শয্যা এবং আইসিইউ শয্যা রয়েছে ১৫টি। করোনা স্বাস্থ্যসেবায় কেবিন ব্লকে ‘সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট’ স্থাপন করা হয়েছে। এছাড়া হাইফ্লো ন্যাসাল ক্যানুলা, নন ইনভেসিভ ভেন্টিলেটর স্থাপন করা হয়েছে।
মূলত গুরুতর অসুস্থ রোগীরাই এখানে ভর্তি হবেন। অন্যদিকে, বেতার ভবনের ১২০ শয্যায় ভর্তি হবেন মধ্যম মাত্রায় অসুস্থ রোগীরা।
Comments