অতিরিক্ত বিদ্যুৎ বিল: ডিপিডিসির ৪ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

অতিরিক্ত বিদ্যুৎ বিল পাঠানোর ঘটনায় প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এর চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অতিরিক্ত বিদ্যুৎ বিল পাঠানোর ঘটনায় প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এর চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এছাড়াও ১৩ মিটার রিডার ও একজন মিটার সুপারভাইজারের চুক্তিও বাতিল করেছে ডিপিডিসি।

রাজধানী ঢাকার মধ্যাঞ্চল ও দক্ষিণ-পূর্ব অঞ্চল এবং নারায়ণগঞ্জে বিদ্যুৎ বিলের ক্ষেত্রে অনিয়মের অভিযোগের প্রাথমিক তদন্তে তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শনিবার ডিপিডিসির শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন।

সাময়িক বরখাস্তকৃত চার কর্মকর্তা হলেন--নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রায়হানুল আলম, সহকারী প্রকৌশলী মুজিবুল রহমান ভূঁইয়া এবং কম্পিউটার ডেটা এন্ট্রি কো-অর্ডিনেটর জেসমিন আহমেদ।

ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, 'তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।'

তদন্ত শেষ হলে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

ডিপিডিসি-র কর্মকর্তারা জানিয়েছেন, অতিরিক্ত বিল নিয়ে অধিকাংশ গ্রাহকদের অভিযোগ থাকায়, বিল তৈরির বিষয়ে ডিপিডিসি-র ৩৬ বিভাগীয় প্রকৌশলীকেই তাদের ভূমিকা উল্লেখ করে ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

No decision on AL independents yet: Quader

Many BNP leaders are taking part in the election because they don't want to support BNP's negative politics, says AL spokesperson

59m ago