অতিরিক্ত বিদ্যুৎ বিল: ডিপিডিসির ৪ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

অতিরিক্ত বিদ্যুৎ বিল পাঠানোর ঘটনায় প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এর চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এছাড়াও ১৩ মিটার রিডার ও একজন মিটার সুপারভাইজারের চুক্তিও বাতিল করেছে ডিপিডিসি।
রাজধানী ঢাকার মধ্যাঞ্চল ও দক্ষিণ-পূর্ব অঞ্চল এবং নারায়ণগঞ্জে বিদ্যুৎ বিলের ক্ষেত্রে অনিয়মের অভিযোগের প্রাথমিক তদন্তে তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শনিবার ডিপিডিসির শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন।
সাময়িক বরখাস্তকৃত চার কর্মকর্তা হলেন--নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রায়হানুল আলম, সহকারী প্রকৌশলী মুজিবুল রহমান ভূঁইয়া এবং কম্পিউটার ডেটা এন্ট্রি কো-অর্ডিনেটর জেসমিন আহমেদ।
ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, 'তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।'
তদন্ত শেষ হলে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
ডিপিডিসি-র কর্মকর্তারা জানিয়েছেন, অতিরিক্ত বিল নিয়ে অধিকাংশ গ্রাহকদের অভিযোগ থাকায়, বিল তৈরির বিষয়ে ডিপিডিসি-র ৩৬ বিভাগীয় প্রকৌশলীকেই তাদের ভূমিকা উল্লেখ করে ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হয়েছে।
Comments