ফৌজদারি মামলায় অভিযুক্তরা ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে পারবেন: সুপ্রিমকোর্ট

ফৌজদারি মামলায় অভিযুক্তরা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে পারবেন। আজ শনিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে সুপ্রিমকোর্ট প্রশাসন।
supreme court
সুপ্রিম কোর্ট ভবন। স্টার ফাইল ছবি

ফৌজদারি মামলায় অভিযুক্তরা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে পারবেন। আজ শনিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে সুপ্রিমকোর্ট প্রশাসন।

সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান আজ এ কথা জানান।

সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত আজ এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে আত্মসমর্পণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে, আত্মসমর্পণকারী ব্যক্তি ও ব্যক্তিবর্গ এবং আইনজীবীদের জন্য বিস্তারিত নির্দেশনা উল্লেখ করা হয়েছে।

রেজিস্ট্রার জেনারেল বিজ্ঞপ্তিতে জানান, প্রধান বিচারপতি সুপ্রিমকোর্টের সিনিয়র বিচারপতিগণের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা কার্যকর থাকবে।

Comments

The Daily Star  | English
RMG export to EU rises

Garment export to US falls 9.16% in Jan-Aug

Data released from the Office of Textiles and Apparel (OTEXA) showed the fall

2h ago