বিহার-উত্তর প্রদেশে বজ্রপাতে ৪৬ জনের মৃত্যু
ভারতের বিহার ও উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, উত্তর প্রদেশে আহত হয়েছেন আরও ২৯ জন।
গতকাল শনিবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, বজ্রপাতে বিহারের পাঁচ জেলায় মারা গেছেন ২৩ জন। মারা যাওয়া প্রত্যেকের পরিবারকে চার লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। একইসঙ্গে খারাপ আবহাওয়ার মধ্যে জনসাধারণকে ঘরে থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।
রিলিফ কমিশনারের অফিসের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, বজ্রপাতে উত্তর প্রদেশে ২৩ জন মারা গেছেন। তাদের মধ্যে এলাহাবাদে আট জন, মির্জাপুরে ছয় জন, ভাদোহিতে ছয় জন, কুশাম্বিতে দুই জন ও জুনপুরে একজনের মৃত্যু হয়েছে। আর বজ্রপাতের আঘাতে আহত ২৯ জনের মধ্যে এলাহাবাদে নয় জন, মির্জাপুরে ১০ জন, কুশাম্বিতে চার জন ও ভাদোহিতে ছয় জন।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একইসঙ্গে মারা যাওয়া প্রত্যেকের পরিবারকে চার লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে জেলা ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ ছাড়াও, যারা আহত হয়েছেন, তাদের সঠিক চিকিৎসা নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত এক সপ্তাহে বিহারে বজ্রপাতে ১০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন।
Comments