করোনায় অধ্যাপক ডা. একেএম নুরুল আনোয়ারের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও ফার্মাকোলজির অধ্যাপক ডা. একেএম নুরুল আনোয়ার। রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আজ চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ডা. একেএম নুরুল আনোয়ার ফার্মাকোলজির কিংবদন্তি অধ্যাপক ছিলেন। ইব্রাহিম মেডিকেল কলেজকে বর্তমান অবস্থানে আনার পেছনে তার অক্লান্ত পরিশ্রম ছিল। তার প্রয়াণে আমরা এক অভিভাবককে হারালাম।’
‘তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সেখান থেকে অবসর নেওয়ার পর ২০০১ সালে তিনি ইব্রাহিম মেডিকেল কলেজে উপাধ্যক্ষ ও ফার্মাকোলজি বিভাগের প্রধান হিসেবে যোগ দেন। ২০০৬ সালে তিনি তিনি ইব্রাহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ হন এবং তার নেতৃত্বেই প্রতিষ্ঠানটি আজ এই অবস্থানে এসেছে। ২০১১ সালে ইব্রাহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে তিনি অবসরে যান’, বলেন তিনি।
ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, এ নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত ৬১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও আট জন চিকিৎসক।
Comments