বাড়িতে ঢুকে সাংবাদিককে কুপিয়ে আহত

দৈনিক সমকালের মুরাদনগর উপজেলা প্রতিনিধি শরিফুল আলম চৌধুরী ও তার পরিবারের সদস্যদের কুপিয়ে আহত করার অভিযোগে দারোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার দুপুরে কুমিল্লার ৮ নং আমলি আদালতের বিচারক গোলাম রহমান ভার্চুয়াল শুনানিতে শাহজাহান মিয়া জামিন আবেদন মঞ্জুর করেন। পুলিশের কোর্ট ইনস্পেকটর মো. সালাউদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মনজুর আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হামলার ঘটনায় শরিফুলের বাবা মুক্তিযোদ্ধা আবদুল মতিন চৌধুরী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলা ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।’
গতকাল দুপুরে ইউপি চেয়ারম্যান শাহজাহানের অনুসারীরা সাংবাদিক শরিফুল ইসলামের বাড়িতে ঢুকে কুপিয়ে আহত করে। এরপর লোহার পাইপ দিয়ে পিটিয়ে তার দুই হাত-পা ভেঙে দেয়। শরিফুলকে বাঁচাতে গিয়ে তার বাবা মুক্তিযোদ্ধা আবদুল মতিন চৌধুরী ও মা ফরিদা বেগম আহত হন। আশঙ্কাজনক অবস্থায় শরিফুলকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। আবদুল মতিন চৌধুরী ও মা ফরিদা বেগম বর্তমানে মুরাদনগর হাসপাতালে চিকিৎসাধীন।
Comments