নিখোঁজের ৪ দিন পর ধরলা নদী থেকে তরিকুলের মরদেহ উদ্ধার
লালমনিরহাটে নিখোঁজের চারদিন পর পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের ধরলা নদী থেকে তরিকুল ইসলামের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
আজ রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার।
তিনি বলেন, ‘ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে, কীভাবে এবং কেন ওই যুবকের মৃত্যু হয়েছে তা এখানো যায়নি। নিহতের শরীরের অনেক স্থানে আঘাত ও গলায় রশি দিয়ে পেটানোর চিহ্ন দেখা গেছে।’
নিহত তরিকুল ইসলাম ওই উপজেলার বুড়িমারী ইউনিয়নের আমবাড়ী গ্রামের আজিজুল ইসলামের ছেলে।
নিহতের বাবা আজিজুল ইসলাম বলেন, ‘গত বুধবার বিকেলে তরিকুল বাড়ি থেকে বেড়িয়ে আর ফিরে আসেনি। তরিকুল ভারত থেকে গরু পারাপারের সঙ্গে জড়িত ছিল।’
Comments