করোনায় বেনাপোলের ‘গরিবের ডাক্তার’ আমজাদ হোসেনের মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে বেনাপোলে 'গরিবের ডাক্তার' হিসেবে পরিচিত আমজাদ হোসেন (৬২) মারা গেছেন। গতকাল শনিবার রাতে ঢাকার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আমজাদ হোসেন। ছবি: সংগৃহীত

করোনা আক্রান্ত হয়ে বেনাপোলে 'গরিবের ডাক্তার' হিসেবে পরিচিত আমজাদ হোসেন (৬২) মারা গেছেন। গতকাল শনিবার রাতে ঢাকার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

প্রশাসনের সহযোগিতায় আজ বেনাপোলের ভবেরবের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

করোনা পরীক্ষার জন্য গত ২৮ জুন তিনি নমুনা পরীক্ষার জন্য দেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পরদিন পাঠানো প্রতিবেদনে তার করোনা পজেটিভ আসে। তারপর থেকেই বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। গত ১ জুলাই তিনি ঢাকায় চিকিৎসার জন্য আসেন।

পরিবার সূত্রে জানা যায় তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন।

বেনাপোলের দরিদ্র মানুষের চিকিৎসার ভরসাস্থল ছিলেন আমজাদ হোসেন। করোনার শুরু থেকেই তিনি ছিলেন সম্মুখসারীর যোদ্ধা।

যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইউসুফ আলী জানান, ওই স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অ্যাসিটেন্ট হিসেবে কর্মরত ছিলেন আমজাদ হোসেন। গত বছরের প্রথম দিকে তিনি অবসরে যান।

পরে তিনি বেনাপোলের প্রথম ক্লিনিক 'রজনী ক্লিনিক' চালু করেন। বেনাপোলে আর কোনও স্বাস্থ্যসেবা ক্লিনিক বা হাসপাতাল নেই।

তার মৃত্যুতে যশোরের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, বেনাপোল প্রেস ক্লাব, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন রাজনৈতিক-সমাজিক  সংগঠন গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

Comments

The Daily Star  | English

After OCs, EC orders to transfer UNOs

In the first phase, it asked to transfer all UNOs who have been working in their respective upazilas for more than a year

1h ago